সূবর্ণজয়ন্তী বার্তা
বিশ্বসভায় সৌরভে গৌরবে ধ্বনিত হচ্ছে যৌবনদীপ্ত বাংলাদেশের সূবর্ন পঞ্চাশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের সৌধ ছুয়ে মাথা উঠিয়ে দাড়িয়ে ছিল যে IMG_20211216_082216স্বাধীন সার্বভৌম বাংলাদেশ,পঞ্চাশ বছরের বীরোচিত পদভারে ২০২১ সালে সে দেশ বিশ্বের বিস্ময়। অর্জন ও সম্ভাবনার এক নতুন দিগন্তের নাম সবুজে শ্যামলে বর্ণিল বাংলাদেশ। ইতিহাসের প্রদীপ্ত ধারাবাহিকতায় এই সঙ্গে চলছে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ। স্মৃতি,সত্তা, ভবিষ্যতের আবহমান বাংলাদেশ আর বাঙালি জাতি উদ্বেলিত চিত্তে ধ্বনিত করছে স্বাধীনতা ও বিজয়ের সূবর্ণ বার্তা।
যুদ্ধের ধ্বংশস্তুপের মধ্যে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন, সূবর্ন পঞ্চাশে অ¤øান স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে ও কঠোর পরিশ্রমে। অফুরন্ত সম্ভানাময় বাংলাদেশ স্বাধীনতা ও বিজয়ের অর্নিবান চৈতন্য রাশি রাশি স্বর্নালী অর্জনের মাধ্যমে রচনা করেছে এমন এক নিজস্ব পথ যা বিশ্বের সামনে হচ্ছে অনুপ্রেরনার উৎস আর বংলাদেশ ও বাঙালিকে প্রতিষ্ঠিত করেছে মর্যাদার হিমালয় প্রতীম উচ্চতায়।
IMG_20211216_072721এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা, জীবিত মুক্তিযোদ্ধা, সমভ্রম হারানো মা-বোন, সহ সংশ্লিষ্ট সকলকে জানাই শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করি বাংলাদেশের আগামীর সফলতা। জয় বাংলা।

IMG_20211216_074355