বাংলাদেশের দক্ষিণ জনপদে সাতক্ষীরা জেলার শেষ উপজেলা শ্যামনগরে প্রতিষ্ঠিত একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমান তালে এগিয়ে চলেছে। দেশের রাজধানীসহ অধিকাংশ উচ্চ ও বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহন করছে গ্রামীণ জনপদে স্থাপিত এ নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার মূল উদ্দেশ্য হলো দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। আর সেক্ষেত্রে আতরজান মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, পরিচালকমন্ডলীর আন্তরিকতা সর্বোচ্চ বিবেচ্য থাকায় এ প্রতিষ্ঠান থেকে উর্ত্তীণ মেয়েরা আজ অনেকেই সমাজে সেবা দিচ্ছে। ব্যতিক্রম ধারায় গড়ে ওঠা দেশের প্রান্ত সীমায় দাড়িয়ে শুধুমাত্র শিক্ষার ব্রত নিয়ে মহাবিদ্যালয়ের অগ্রগতি আমাকে উৎসাহিত করেছে।
মহাবিদ্যালয়টির গতিশীল চলা অব্যাহত থাকুক এ প্রত্যাশা রাখি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
-এস.এম.জগলুল হায়দার