শ্যামনগর আতরজান মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য যারা আমাকে উৎসাহিত করেছিল তাদের কথা চিরকাল মনে রাখব। তারা যদি আমাকে উৎসাহিত না করত, তাহলে হয়তো এত বড় কাজটি করাই হতোনা। সুন্দরবনের কোল ঘেষা শ্যামনগর উপজেলার নারী শিক্ষার জন্য একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আতরজান মহিলা মহাবিদ্যালয় মাথা উচু করে দাড়িয়ে আছে।
নারী শিক্ষার প্রসার ঘটবে আশা ছিল শুরু থেকেই। মহাবিদ্যলয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে চলেছে সকল কার্যক্রম। শৃঙ্খলা ও সঠিক পাঠদান কলেজের ভাল ফলাফল বয়ে সুনাম আনবে, এটা আমার সবসময়ের প্রত্যাশা।
কলেজের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
– আলহাজ্ব এস.এম.আফজালুল হক